সামছুল হক গাজীপুর প্রতিনিধি:- শ্রীপুর উপজেলার সাথে কাপাসিয়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শীতলক্ষা নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি বাজার থেকে ৩০/৩৫ ফুট উচু হওয়ায় সাধারণ মানুষকে প্রায় ১কি.মি পথ ঘুরে বাজারে প্রবেশে করতে হয়। যার ফলে সাধারণ মানুষ এই বাজারে আসে না।বাজারে আসতে পারে না কোন যানবাহন। কয়েকশত বছরের পুরোনো ১নং সিংহশ্রী বাজারে প্রবেশের জন্য কোন সংযোগ সড়ক না থাকার কারণে আগের মত জনসমাগম না হওয়ায় বাজারটি হারাতে বসেছে তার রুপ। বাজারের পাশেই রয়েছে ১নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদের কার্যালয়,সোনালী ব্যাংক,পুলিশ ফাড়ী,স্কুল, কমিউনিটি ক্লিনিক,ও মাদ্রাসা মসজিদ। বাজারে আসতে সাধারণ মানুষকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি বাজারের পাশে অবস্থিত প্রতিষ্ঠানের সেবা পেতেও পোহাতে হচ্ছে চরম ভোন্তি। প্রায় ৫বছর ধরে ক্রেতা শুণ্য বাজারে চরম হতাশায় দিন পার করছে এই বাজারের ২শতাধিক দোকানি। এই ঐতিয্যবাহী বাজারের রুপ ফিরিয়ে আনতে প্রয়োজন সহজে বাজারে প্রবেশের জন্য ব্রীজের নিচ দিয়ে একটি সড়ক। ইতি পুর্বেই ঐতিয্যবাহী বাজারের পুর্বের রুপ ফিরিয়ে আনতে দীর্ঘ পাচ বছর পর সহজে বাজারে প্রবেশের জন্য স্থানীয় সরকারের উদ্দোগে ব্রীজের নিচ দিয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়। আশার আলো দেখতে শুরু করে এই বাজারের সাধারণ ব্যবসায়ীরা। দীর্ঘদিনের আশায় বাধা হয়ে দাড়িয়েছে একটি মাত্র দোকান।
সরকারি একুয়ার ভুক্ত জায়গায় এই দোকানের মালিক দোকানটি ভাংগার অসঙ্গতিতে থেমে যায় এই সড়কের নির্মাণ কাজ। সরকারি একুয়ার ভুক্ত জায়গায় অবস্থিত দোকান ভেঙ্গে দ্রুত এই সড়কের নির্মান কাজ শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে চায় এই বাজারের ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ। সড়কে অবস্থিত দোকানের মালিক শামছুদ্দিন এর কাছে দোকান ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অসঙ্গিত প্রকাশ করেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান মাননীয় এমপি মহোদ্বয়ের নিকট থেকে এই সড়ক নির্মাণের বরাদ্ধ পেয়ে ইতোমধ্যে ২৭০ ফুট সড়কের কাজ শেষ হয়েছে।বাজারে প্রবেশে মুখে সড়কে অবস্থিত একটিদোকান ভেঙ্গে সড়কের বাকি কাজ শেষ করার জন্য চেয়ারম্যানকে সাথে নিয়ে কাজ করছি।খুব শিঘ্রই শেষ হবে এই সড়কের নির্মান কাজ।