ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূইয়ার সমর্থনে বাসুদেব গ্রামবাসীর উদ্যোগে সভা হয়েছে। শুক্রবার রাতে বাসুদেব গ্রামের ডাকঘর প্রাঙ্গনের এই সভায় ৪ নং ওয়ার্ড অধীন বাসুদেব ও কোড়াবাড়ি গ্রামের সর্বস্থরের মানুষ যোগ দেন। সভায় মোবাশ্বের আলমকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়। আজাদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিসেফের সাবেক চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলমগীর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি গভেষনা ইনষ্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. সামছুল আলম,ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন ভূইয়া,বাসুদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন আহমেদ। সেলিম ভূইয়ার পরিচালনা সভায় আরো বক্তৃতা করেন বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির,শিক্ষক বদরুল আলম,জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা আবু জামাল,আব্বাস উদ্দিন,শাহাবুল হোসেন ভূইয়া,সেকুল মেম্বার,কাসেম মেম্বার,ফখরুল ইসলাম সর্দার,রফিকুল ইসলাম,চান খা,বাবুল মিয়া,লিলু ভূইয়া প্রমুখ। বক্তারা বলেন,মোবাশ্বের আলম একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত ৫ বছরের কাজ কর্মে ইউনিয়নবাসী তার ওপর পুরোপুরি সন্তুষ্ট। উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে তিনি সততার পরিচয় দিয়েছেন। সে কারনে আমরা তাকে আবারো চেয়ারম্যান হিসেবে পেতে চাই। জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আস্তাভাজন ব্যাক্তি মোবাশ্বেরকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।