নোয়াখালী প্রতিনিধিঃ-নোয়াখালীতে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও বেতন বেষম্য নিরসন সহ ৮ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা শহরের এফপিএবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুরুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু। বিশেষ অতিথি ছিলেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি লুৎফর রহমান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের জেলা কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক আজিজুর রহমান তৈয়ব, অর্থ সম্পাদক মোঃ নুরনবী, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের মনের পুঞ্জিভূত অসন্তোষ ও ক্ষোভ নিরসনের লক্ষ্যে বেতন বেষম্য নিরসন সহ ৮ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।