কে এম শহীদুল,সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ শুল্কষ্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানী হচ্ছে। সম্ভাবনাময় এ অ লে ব্যবসায়ীরা অগ্রীম কর দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি করছেন। সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে এসব শুল্ক স্টেশন থেকে। এ যাবত পর্যন্ত কোন ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নেই। বরং শ্রেষ্ট করদাতা হিসেবে অনেকেই পুরুস্কৃত হচ্ছেন। কিন্তু একটি মহল সম্ভাবনাময়ী এলাকায় ব্যবসা বন্ধ করে শ্রমজীবী মানুষের জিবিকা নির্বাহে আঘাত করার চেষ্টা করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকার পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলে জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ব্যবসায়ী নিজাম উদ্দিন ও তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ব্যবসায়ী শামছুল হক, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, কয়লা আমদানীকারক সমিতির উপদেষ্টা ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ব্যবসায়ী মুজিবুর রহমান, মতিশ পাল, পিন্টু চক্রবর্তী খসরুল আলমসহ তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।