রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির কাতারি স্পনসর শেখ খলিফা হাম্মাদ নাছের আল খলিফা কে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উক্ত ফ্যাশন ফোন এন্ড মোবাইল এক্সোসরিস এর স্বত্বাধিকারী মুসা নিফুল।এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতারস্থ সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল(সিআইপি), কাতার আলী বিন আলীর প্রাইম ডিস্ট্রিবেটর ম্যানেজার মিস্টার ছানুজ, Oppoর আই-আর ম্যানেজার আবদুল মুকসেদ ও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। এসময় উক্ত প্রতিষ্ঠানের উদ্যোক্তা মুছা নিফুল জানান এখানে কম দামে উন্নত মানের মোবাইল ফোন ও এক্সোসরিস সামগ্রী সহ মোবাইল ফোন সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ইখতাদুল আলম ইফাত, বিপনন কর্মকর্তা জিকু, আরাফাত,মিঠু, রবিন, রকি,ইমন ও মনির সহ অনেকে।