কে এম আনিছুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:-সাতক্ষীরার কলারোয়ায় আগামী ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ, কলারোয়া উপজেলা ও পৌর শাখার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ব্যানারে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগানের মাধ্যমে দাবি করেন কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের পরিবর্তে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনকে । এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর সদরের ৩নং ওয়ার্ড গদখালীর জামাল, ইকবাল হোসেন, মুকুল শেখ, আলী হোসেন, ৭নং ওয়ার্ড মুরারীকাটির আবুল কাশেম, জবেদা খাতুন, ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার মুন্নী আরা, জাহানারা খাতুন, আবেদা খাতুন, ২নং ওয়ার্ড তুলশীডাঙ্গার হোসনে আরা,পারভীন, ৮নং ওয়ার্ড মুরারীকাটির জোহরা খাতুন, হাজিরা খাতুন, আকলিমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শতশত নারী-পুরুষ।