কেএম শহীদুল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বাগলী বাজারে সম্মেলনের শুরুতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পাঁয়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড.শামীমা শাহরিয়ার । এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কৃষকলীগ উত্তর শ্রীপুর ইউনিয়ন ইউনিয়ন শাখার আহবায়ক শেখ মোস্তফার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জুল শাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি দেওয়ান জয়নুল আবেদীন। প্রধান বক্তা সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা,কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন লিমন,সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল হক,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবুল হোসেন খান প্রমুখ। নেতৃবৃন্দরা বলেছেন,এই ইউনিয়ন কমিটিগুলোতে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের অর্ন্তভূক্ত করা হবে। যারা স্বাধীনতা বিরোধী পাকিস্থানের এজেন্ট রয়েছেন তারা স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতার ভাস্কর্র্য ভেঙ্গে ফেলার সাহস দেখায় তারা মূলত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।