মো: আবদুল্যাহ রানা চৌধুরী নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আলমগীর-কামাল স্যাটেলাইট ও সান স্কাই ক্যাবলস নেটওয়ার্ক লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত আলমগীর-কামাল স্যাটেলাই কে ৫০ হাজার টাকা ও সান স্কাই ক্যাবলস নেটওয়ার্ককে ২০ হাজার টাকা মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
১৮ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এই রায় দেন।এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশেনের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম।লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম জানান, আলমগীর-কামাল স্যাটেলাইট ও সান স্কাই ক্যাবলস নেটওয়ার্ক দীর্ঘদিন থেকে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কেবল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনায় তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পিড অপারেটরদের লাইসেন্স নবায়ন করতে বলা হয়। এ অভিযান চলমান থাকবে।