হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:-শেরপুরের নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন।
ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা, মেডিক্যাল অফিসার ডা: নাজমুস সাকিব, ডা: আবদুল্লাহ আল-নোমান, ডা: কামরুজ্জামান, ডা: মালিহা নুঝাত ও মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাওসার বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৬০ হাজার শিশুকে টিকাদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে।