সাগর আহমেদ মিলন:
মা তুমি কোথায়? ফিরে এসো মা,ফিরে এসো। এভাবেই বারবার একই কথা বলে কান্নায় ভেঙে পড়েন দুই ছেলে আনোয়ার হোসেন ও ফালান হোসেন। হারিয়ে যাওয়া মা ফিরোজা খাতুন (৫১) তাকে আঠারো দিন ধরে খুঁজে বেড়াচ্ছে দুই সন্তান। ফিরোজা খাতুন গাজীপুর শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া গ্রামের আহাম্মদ ফকিরের স্ত্রী। ফিরোজা খাতুন মানসিক রোগী ছিলেন।
গত ২১/০৩/২০২১ ইং রোজ রবিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর বাড়ি ফিরে আসেনি। পরে দুই ছেলে নিকটাত্নীয় সহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও মায়ের কোন খোঁজ পাইনি। অবশেষে ২৮/০৩/২০২১ ইং রোজ রবিবার শ্রীপুর মডেল থানায় জিডি করেছেন,জিডি নং -১৫৪৮।
এদিকে কেউ ফিরোজা খাতুন এর, সন্ধান পেলে নিকটতম থানায় বা ০১৯৫৫০৭৮৫৭৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দুই ছেলে আনোয়ার হোসেন ও ফালান হোসেন।