সাগর আহম্মেদ মিলনঃ-সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, বঙ্গবন্ধু স্বাধীনতা ২০২১ শে পদক পেলেন, ২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক,শেখ জাকির হোসেন।
dav
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর পক্ষ থেকে,(২৭ শে মার্চ ২০২১) রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে ও মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে…” বঙ্গবন্ধু স্বাধীনতা ২০২১ শে পদক পেয়েছেন,২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, শেখ জাকির হোসেন এর হাতে পদক তুলে দেন ,উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা, এম. ফারুক (বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ডিভিশন) ও বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, খালেদা খানম এম পি, এবং বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, জহির উদ্দিন মবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এডভোকেট আল মাহমুদ পলাশ।
উক্ত অনুষ্ঠানের, প্রধান অতিথি, মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা এম, ফারুক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডিভিশন ও বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, খালেদা খানম এম,পি বলেন।সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ওরা কলম সৈনিক ওরা অস্ত্র দাড়ি সৈনিক নয়।সাংবাদিকের লেখনি জেগে উঠে সকল তরের মানুষ, এমনকি মহামারি করোনা ভাইরাসের সময় আমরা ঘর বন্দী ছিলাম,আর সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে। সাংবাদিকদের নিজের জীবনের মায়া না করে, পরিবারের কথা না ভেবে, ওরা মাঠে নেমে সংবাদ সংগ্রহ করে আমাদের ঘরে পৌঁছে দিতো,আর আমরা ঘরে বসে সংবাদ দেখতাম অথবা শুনতাম, তাই এই দেশ কে এগিয়ে নিয়ে যেতে সামনের দিন গুলোতে সে দেশের জনগণের পক্ষে লিখে সাংবাদিকতা সমাজ কে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে,এবং তাদের লেখনির মাধ্যমে যাতে সমাজে বিশেষ অবদান রাখতে পারে সেই প্রত্যাশা ও দোয়া রহিল বলে তিনি জানান।