নিজস্ব প্রতিনিধিঃ-২৭ মার্চ ২০২১, রােজ শনিবার সকাল ১০:০০ টায় মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে, জাতীয় প্রেস ক্লাবের ২য় তলার ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের যৌথ উদ্যোগে মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষিতে উন্নয়ন হবে দুর্বার”এই স্লোগান নিয়ে শীর্ষক অনুষ্ঠানের গোল টেবিল আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে।
hdr
উক্ত গোল টেবিল আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মােঃজহির উদ্দীন মবুর সভাপতিত্বে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদকেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এডভােকেট আল মাহমুদ পলাশের সঞ্চালনায় গোল টেবিল আলোচনা সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি বীর মুক্তিযােদ্ধা মােঃ ফারুক (এম, ফারুক)বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, খালেদা খানম এম পি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগ,দক্ষিণ।
hdr
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মােঃ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।আলােচনা সভায় আরাে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.কে.এম. আজম খান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ,ড. মমতাজ শাহানারা ও ২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, শেখ জাকির হোসেন সহ আরও অনান্য নেতৃবৃন্দ।।উক্ত গোল টেবিল আলোচনা সভায় আরও উপস্তিত ছিলেন,২৪ ঘন্টা টেলিভিশনের প্রশাসনিক কর্মকর্তা শেখ সেলিম রেজা, এ এইচ হাসান,সাগর চন্দ্র দাশ,নিয়াত চৌধুরী,সামিউল ইসলাম অনিক,মেহেদী হাসান,শরিফুল ইসলাম শ্রাবণ,মােঃ হাবিবুর রহমান,মােঃ জহিরুল ইসলাম,মােঃ হাছিব শেখ,আব্দুল মান্নান,মােঃ রওশন এলাহি,মােঃ মেরাজ শরীফ,আসিকুর জামান,নয়ন প্রধান, মাসুদুল মিনার,জুয়েল রানা,অর্জুন রায়,সবুজ চন্দ্র রায়,মাহমুদুল হাসান ফকির,শাহজাহান কবির,মোঃ আসিক হােসাইন,এস এম আনিছুর রহমান,মােঃ জসিম উদ্দিন,মােঃ মুন্না খান,সালাউদ্দিন সরকার,মিজানুর রহমান।
dav
বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য,খালেদা খানম এম পি বলেন, এই বাংলার মাটিতে এক ইঞ্চি মাটি খালি থাকবেনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, তাই আমরা সবাই কৃষি উপ্তাদন করতে এগিয়ে আসবো, বাংলাদেশের এক ইঞ্চি মাটি খালি রাখবো না।এই অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ কাজ করে যাচ্ছে। তাই আমরা পাশাপাশি তাদের কে সহযোগিতা করে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।