সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ-ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সরদপুর সরকারি কলেজের আয়োজনে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা প্রশাসন, জাতীয় সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা, সদরপুর সরকারি কলেজ, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারের সংবর্ধনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভূমি সজল চন্দ্র শীল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ওমর ফয়সলসহ অন্যান্যরা।