পর্ব -১
পশ্চিম বাংলা(ভারত)প্রতিনিধিঃ-ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুর গ্রামের মোসলেম গাজী বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এনে ভারতীয় বাসিন্দা তৈরী করছে বলে এমন চাঞ্চল্যক তথ্য পাওয়া গেছে।
এমনি চঞ্চলক তথ্য এসেছে আমাদের অনুসন্ধান কারী প্রতিবেদক এর কাছে। ২৪ ঘন্টা টিভির অনুসন্ধানী টিম এর প্রতিবেদক কে দেওয়া সাক্ষাৎকারে আরও বেরিয়ে আসে নানান তথ্য। মোসলেম গাজী তিনি নিজেই ২৪ ঘন্টা টেলিভিশনের প্রতিবেদকের সাথে স্বীকার করেছেন, আমার ছেলে পরিচয়ে বাংলাদেশী অনুপ্রবেশ কারি সহিদুল গাজী কে আমি ভারতীয় ভোটার আইডি কার্ড তৈরি করে দিয়েছি।ভারতীয় ভোটার আইডি কার্ড নাম সাহিদুল গাজীর পিতার নাম হিসেবে আমার নাম মোসলেম গাজী দেওয়া হয়। প্রতিবেদক এর কাছে এহেন কাজের অপরাধ স্বীকার করেন মোসলেম গাজী।
উক্ত সহিদুল গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মেম্বার পদে নির্বাচন করছেন বলে জানাযায়। এক জন ব্যাক্তি দুই দেশের সুবিধা ভুগ করছেন, এর চেয়ে বড় ভাগ্যের বিষয় কি আর হতে পারে।
উল্লেখ্য যে স্বরুপনগর ৯৮ (তপশীলি জাতী) বিধানসভা অন্তর্গত অংশ নং ৮৯ সদ্য সংশোধিত ভোটার তালিকায় ২১ নং পৃষ্ঠায়, ৫২৮ নং ভোটার মোসলেম গাজী, যিনি ৫৩০ নম্বর এ সাহিদুল গাজী কে সহিদুল নামে ভোটার কার্ড করে দেয় নিজে নকল পিতা সেজে। যাহা ভারতীয় সংবিধানে পরিপন্থী।
প্রতিবেদকের অনুসন্ধানে আরও জানাযায়,মোসলেম গাজী অতি সহজেই এই কাজ গুলি করছেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ী থাকার কারণে দিনের পর দিন এমন অপরাধ মুলুক কাজ করে যাচ্ছে তিনি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এনে এই ধরনের ভুয়া ভোটার কার্ড তৈরি করে রাতারাতি অবৈধ কোটি রুপির (টাকা)পাহাড় তৈরি করছে অন্য দিকে ভারতমাতার সাথে বেঈমানী করছে। মোসলেম গাজীর মধ্যেই চোরাচালানের কাজ হচ্ছে ও জঙ্গী অনুপ্রবেশ যে অতিসহজেই হতে পারে এমনটি ও আশা করা হচ্ছে । বিস্তারিত দেখতে চোখ রাখুন( পর্ব -২)