কমলনগর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২২ মার্চ ) বিকালে অনুষ্ঠিত সাধারন সভায় এ কমিটির অনুমোদন করা হয়।
প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমলনগর প্রেস ক্লাবের এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল ও দি এশিয়ান এইজ এর কমলনগর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন কে আহবায়ক, দৈনিক আজকালের খবর কমলনগর প্রতিনিধি আরিফুল ইসলাম কে যুগ্ম আহবায়ক, দৈনিক আমার সংবাদ কমলনগর প্রতিনিধি মোঃ ফয়েজ, দৈনিক স্বাধীন বাংলা কমলনগর প্রতিনিধি মোঃ নুর হোসেন, দৈনিক খোলা কাগজ কমলনগর প্রতিনিধি মাহফুজুর রহমান,দৈনিক মুক্ত আলো কমলনগর প্রতিনিধি ইমানুজ্জামান, দেশ কালান্তর প্রতিনিধি শোরাফ উদ্দিন স্বপন কে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যগন আগামী ৯০ দিনের জন্য এ আহবায়ক কমিটি নির্বাচিত করেন। আগামী ৯০ দিনের মধ্যে আহবায়ক কমিটি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমলনগর উপজেলা সাংবাদিক দের কল্যাণে একটি নির্বাহী কমিটি গঠনের আয়োজন করবেন। নবগঠিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।