প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মো মফিজুল ইসলাম নৈশপ্রহরী কে,এল এল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের। আমার বিরুদ্ধে গত ২০/০৩/২০২১ তারিখে ,প্রতিদিন জনতার চোঁখ পত্রিকায়
“সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করে নৈশপ্রহরী মফিজুল ইসলাম কোটিপতি – প্রশাসন নীরব” সংবাদ প্রকাশিত হয়। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা ভিত্তিহীন অবান্তর এবং কল্পনা প্রসুত। আমাকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার শত্রুরা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিকে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমার ভাইর ঘের সমান করা জন্য বালি ও মাটি উঠনো হয়েছ।আমি অবৈধভাবে বালি উত্তোলন করি নাই।এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ কারী
মো মফিজুল ইসলাম নৈশপ্রহরী
কে,এল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়
কলারোয়া, সাতক্ষীরা।