সাগর আহামেদ মিলন:
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে থেকে (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম থেকে গাজীপুর বেড়াতে আসা এক তরুণকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে, তার সঙ্গী ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করেন দুই যুবক।
এ ঘটনায় (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত শামীম মিয়া (৩৩) জামালপুর সদরের হাই চন্ডা এলাকার বাসিন্দা। গাজীপুরে বেড়াতে আসা মো. মাহিম (১৮) কুড়িগ্রামের রাজীবপুর থানার মরিচাকান্দি এলাকার কোরবান আলীর ছেলে।
গাজীপুর পিবিআই পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান জানান, বুধবার রাত ৩টার সময় তারা গাজীপুরের কোনাবাড়ি বাস থেকে নামেন। পরে তারা রিকশায় করে চান্দনা চৌরাস্তা আসেন। চান্দনা চৌরাস্তা থেকে অটোরিকশায় করে শিববাড়ি যাওয়ার জন্য রওনা দেন। পরের দিন বৃহস্পতিবার ভোরে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে তারা গেলে দুই যুবক তাদের রিকশা গতিরোধ করেন, তাদেরকে ভয় দেখিয়ে নির্জনস্থানে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা যা কিছু ছিলো সব নিয়ে এবং মাহিমকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
এঘটনার খবর পাওয়ার সাথে সাথে অভিযান শুরু করে পিবিআই, অভিযান চলাকালীন শুক্রবার ভোরে ওই কিশোরীকে একটি বাড়ি থেকে উদ্ধার ও অপহরণকারী দলের সদস্য শামীমকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।