নিজস্ব প্রতিনিধিঃ-
নেএকোনা সদর নেএকোনা ১ নং মৌগাতী ইউনিয়নের পচ্চিম ফাদুলিয়া গ্রামে মৌলবী বাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। নেএকোনা সদর নেএকোনা ১নং মৌগাতী ইউনিয়নের পচ্চিম ফাদুলিয়া গ্রামের মৌলবী বাড়ি জামে মসজিদের মাঠে ১৪ ফেব্রুয়ারী২০২১ইং রোজ (রবিবার) বাদ আসর হইতে ইসলামি বিষয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন করেন,পচ্চিম ফাদুলিয়া মৌলবী বাড়ি জামে মসজিদের প্রতিষ্টাদাতা শেখ মুজিবুর রহমান মাষ্টার( সাবান আলী মৌলবী)এর উত্তরসূরী ও মসজিদ কমিটির সদস্য বিন্দু এবং এলাকার প্রাণ প্রিয় মুসলমান ব্যক্তিবর্গ গণ। হরয়ত মওলানা মোবারক হোসেন সাহেব এর সভাপত্বতিে,আরিফ হায়দার (লিটন)ও আব্দুল আজিজ খানের সঞ্চলনায়,এই আলোচনা ও ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান খান ( আবুনি) চেয়ারম্যান ১নং মৌগাতী ইউনিয়ন পরিষদ নেএকোনা সদর। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন, মোফাচ্ছিরে কোরআন হরযত মওলানা আব্দুল রহিম বীন তইয়ব সাহেব, ওয়াজ মাহফিলে আরও ইসলামি বিষয় নিয়ে আলোচনা করেন,বলিষ্ঠ কন্ঠসুর ইসলামি চিন্তাবিদ,হাফেজে কোরআন হরযত মওলানা, আবুল কালাম আজাদী সাহেব, ও হাফেজ জুবায়ের আহাম্মেদ সাহেব, হাফেজ শফিকুল ইসলাম আরেফি সাহেব,হরয়ত মাওলানা আলামিন হোসাইন আজাদী সাহেব, মোমেনশাহী আরও ইসলামি বিষয় নিয়ে আলোচনা করেন,স্হানীয় উলামায়ে কেরামগণ।

উক্ত ওয়াজ মাহফিলে বক্তা ও উলামায়ে কেরামরা বলেন,সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে বাংলার শহরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় অবস্থিত মসজিদ, মাদরাসা কিংবা দ্বীনদরদী মুসলিম ভাইদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন- বেশ পরিচিত একটি চিত্র। এমন দৃশ্য বিশ্বের অন্য কোনো মুসলিম দেশে সাধারণত দেখা যায় না।
এসব ওয়াজ মাহফিলে প্রাজ্ঞ আলেম ও বুজুর্গরা সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে থাকেন। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এসব ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে থাকেন এবং সারারাত জেগে, গভীর আগ্রহ সহকারে কোরআন-হাদিসের আলোচনা শোনেন।এমনকি পর্দার আড়ালের মা-বোনেরাও নিজ বাসা বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে এসে ওয়াজ শোনে থাকেন। বাংলাদেশের মানুষ যে ধর্মপ্রাণ- এসব ওয়াজ মাহফিলের উপস্থিতি দেখে তা বুঝা যায়।মানুষ ধর্ম সম্পর্কে জানার জন্য প্রচণ্ড শীত উপেক্ষা করে এসব ওয়াজ মাহফিলে অংশ নিয়ে থাকেন। আর ধর্ম সম্পর্কে মানুষকে জানানোর জন্য আলেম-উলামারা রাত ভর ইসলাম সম্পর্কে আলোচনা করেন।
উক্ত ওয়াজ মাহফিলে সার্বিক সহযােগিতায় ছিলেন, ফাদুলিয়া ও ভবানীপুর মােঃ আব্দুল হাসিম সভাপতি অত্র মসজিদ, আরজগুজার মােঃ আকবর আলী সহ-সভাপতি অত্র মসজিদ,মােঃ ইসলাম খান সহ-সভাপতি অত্র মসজিদ,সৌজন্যেঃ মােঃ আরিফ হায়দার (লিটন), মােঃ আব্দুল আজিত খান।
উক্ত ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ওলামা একরামগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা। বক্তারা কোরআন ও হাদিস থেকে হেদায়েতের জন্য বিভিন্ন আলোচনা করে সকলকে সঠিক পথে চলার নসিহত করে সবশেষে মোনাজাত করে মাহফিল সমাপ্ত করেন।