মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ- রিপাবলিকানদের সমর্থন ছাড়াই ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ রিলিফ প্যাকেজ বাজেট প্ল্যান বিল পাস হয়েছে সিনেটে। এই বাজেট প্ল্যান বিল পাস করার জন্য সিনেটে কাজে লাগানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটটিও। ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিলটি ৫১-৫০ ভোটে সিনেটে পাস হয়। এর আগে এটি হাউসে পাস হয় ২১৯-২০৯ ভোটে। এর ফলে আগামীতে হাউস ও সিনেটে এই বিল পাস করার জন্য রিপাবলিকানদের সমর্থনের প্রয়োজন হবে না। তার পরও ডেমোক্র্যাটিকরা চেষ্টা করবেন, যাতে রিপাবলিকানদের সমর্থন নিয়েই এটি পাস করা সম্ভব হয়। এ জন্য আলোচনাও চালানো হতে পারে। রিপাবলিকানরা রাজি না হলে হাউস ও সিনেটে এটি পাস হবে। স্পিকার ন্যান্সি পেলোসি অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন, চলতি মাসেই বিলটি পাস করানো সম্ভব হবে। এটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। তিনি স্বাক্ষর করার পর তা কার্যকর হবে। বাজেট প্ল্যান বিল পাস করার পর প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটেরদের ধন্যবাদ জানান।বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের বিলে রয়েছে ১৪০০ ডলারের স্টিমুলাস প্যাকেজ। সেখানে নির্ধারণ করা হয়েছে স্বল্প আয়ের মানুষের কাছে এই অর্থ পৌঁছে দেওয়ার। পুরো ১৪০০ ডলার জনপ্রতি পাওয়ার উপযুক্ত হবেন যাদের আয় রয়েছে ৫০ হাজার ডলার বা তার কম। এর আগে স্টিমুলাসের পুরো অর্থ পাওয়ার যোগ্য হয়েছেন, যাদের আয় ছিল বছরে ৭৫ হাজার এবং দম্পতি প্রতি আয় ১৫০ হাজার ডলার। নতুন নিয়ম অনুযায়ী ৫০ হাজার ডলারের নিচে আয় হলে পুরো অর্থ পাওয়া যাবে। চারজনের পরিবার হলে এই খাতে সরকার থেকে স্টিমুলাস চেক পাওয়া যাবে ৫৬০০ ডলার। বেকার ভাতার সরকারি সহায়তা দেওয়ার মেয়াদ আগের সিদ্ধান্ত অনুযায়ী শেষ হবে ১৩ মার্চ। নতুন প্যাকেজে এটা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আন-এমপ্লয়মেন্টের সাথে এই খাতে দেওয়া হবে প্রতি সপ্তাহে সরকার থেকে ৪০০ ডলার করে। নতুন বিলে শিশুদের জন্য রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে বিশেষ প্যাকেজ। নিয়ম অনুযায়ী ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য তাদের পরিবারকে দেওয়া হবে বছরে ৩৬০০ ডলার। এই অর্থ ৩০০ ডলার করে প্রতি মাসে দেওয়া হবে। যেসব শিশুর বয়স ১৭ বছর পর্যন্ত, সেসব শিশুর জন্য এক বছরে দেওয়া হবে ৩০০০ ডলার। এই অর্থ প্রতি মাসে ২৫০ ডলার করে পরিবারের কাছে পাঠানো হবে। এই অর্থ পাওয়ার জন্য সিঙ্গেল ইনকাম হলো ৭৫ হাজার ডলার ও ম্যারিড জয়েন্ট ফাইল হলে ১ লাখ ৫০ হাজার ডলার ইনকাম হতে হবে।নিউইয়র্কে ন্যূনতম মজুরি আগে থেকে ১৫ ডলার করে কার্যকর রয়েছে। অন্যান্য স্টেটেও এটি সবার জন্য ন্যূনতম ১৫ ডলার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত সেটি এখানে উল্লেখ করা হয়নি। তবে ভবিষ্যতে এটি কার্যকর করার জন্য উদ্যোগ অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে।বাড়িভাড়া প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্যাকেজে। বর্তমানে করোনার কারণে আমেরিকানরা অনেকেই বাসা ভাড়া ও বাড়িভাড়া দিতে পারছেন না। আবার কেউ কেউ ইচ্ছা করেও বাসা বা বাড়িভাড়া দিচ্ছেন না। ফলে বাড়িওয়ালারা নানা সংকটের মধ্যে রয়েছেন। সেপ্টেম্বর পর্যন্ত ইভিকশন বন্ধ রয়েছে। করোনার মধ্যে যাতে মানুষকে বাসা হারাতে না হয় বা গৃহহীন হতে না হয়, এ জন্য সরকার এর আগে বাড়িভাড়ার প্রণোদনা দিয়েছিল। নতুন বিল অনুযায়ী আগামীতে বাড়িভাড়ার প্রণোদনা দেওয়া হবে।১.৯ ট্রিলিয়ন ডলারের বাজেট প্ল্যান বিলে আবারও পিপিপি লোন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেই হিসাবে এর আগে যারা পিপিপি লোন পাননি, তারা সেটির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া আমেরিকার অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের লোন প্রদান করার সুযোগ রাখা হয়েছে, যাতে করে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানকে ব্যবসায় ফিরিয়ে নিতে পারেন। আমেরিকায় সবার জন্য টিকা প্রদান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। এ কারণে চেষ্টা চলছে যত কম সময়ের মধ্যে সবাইকে টিকা প্রদান করা সম্ভব হয়। সেই হিসেবে টিকা সরবরাহ ও টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। এই খাতেও অর্থ বরাদ্দ রাখা হয়েছে।স্কুল-কলেজ পুনরায় খোলার জন্যও বাজেট রাখা হয়েছে। আমেরিকানদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তাও বাড়ানো হয়েছে। এ ছাড়া প্যাকেজে রয়েছে বিভিন্ন সুবিধার কথা। এসবের মধ্যে রয়েছে আমেরিকার দরিদ্র মানুষের কষ্ট উপশম, মানুষের জন্য নগদ সহায়তা, খাদ্য ও পুষ্টি সহায়তা, ব্যবসায়ীদের জন্য সহায়তা, বিভিন্ন লোন, আমেরিকার অর্থনীতি পুনরায় ফিরিয়ে আনা প্রভৃতি।