১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী সিএনজির 

Reporter Name
  • Update Time : ০৭:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২৪ Time View

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী সিএনজির

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর:-ভেজা পথওএক হারিয়ে যাওায় নারী যাওয়া নারীর নিস্তব্ধতা

গাজীপুরের শ্রীপুরে যেন আজ নিয়তি নিজেই এক আঁধারি চিত্র এঁকে গেল। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড় যেখানে সময় দুপুর দেড়টা।আর সেই খেলার কেন্দ্রবিন্দুতে মৃত্যু এসে দাঁড়াল একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সামনে।

একটি পিকআপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ! এ যেন নিছক দুর্ঘটনা নয়,বরং কোনো এক অজানা শক্তির নিষ্ঠুর অভিঘাত।সংঘর্ষের তীব্রতায় নিস্তব্ধ হয়ে গেল একটি জীবন সিএনজির এক নারী যাত্রী। ঘটনাস্থলেই তার প্রাণবায়ু হয়েছে উধাও।কিন্তু কে এই নারী? তার পরিচয় এখনও যেন এক গভীর অন্ধকারে ঢাকা।কেন তিনি এই পথে এসেছিলেন? কোন গন্তব্যের দিকে ছিল তার শেষ যাত্রা? তার পরিচয় জানা নেই, কেবল পড়ে আছে জীবনের এক অসমাপ্ত অধ্যায়।

দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতরভাবে আহত, যারা এখন ভাগ্যের নির্মম পরিহাসের শিকার।আহতদের মধ্যে সিএনজি চালক এবং অপর এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক যেন মৃত্যুর শীতল হাত কেবল তাদের কানের পাশ ছুঁয়ে গেছে।তাদের ভাগ্য এখন কোন মোড়ে নিয়ে দাঁড়াবে,তা শুধু সময়ই বলতে পারে।

প্রত্যক্ষদর্শীরা কেবল দেখলেন মাওনা চৌরাস্তা থেকে আসা পিকআপটি এবং বিপরীত দিক থেকে আসা সিএনজিটি এক পলকে মিশে গেল ধ্বংসের এক চিত্রে।স্থানীয়রা উদ্ধার করলেন আহতদের।

Tag :

Please Share This Post in Your Social Media

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী সিএনজির 

Update Time : ০৭:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী সিএনজির

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর:-ভেজা পথওএক হারিয়ে যাওায় নারী যাওয়া নারীর নিস্তব্ধতা

গাজীপুরের শ্রীপুরে যেন আজ নিয়তি নিজেই এক আঁধারি চিত্র এঁকে গেল। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড় যেখানে সময় দুপুর দেড়টা।আর সেই খেলার কেন্দ্রবিন্দুতে মৃত্যু এসে দাঁড়াল একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সামনে।

একটি পিকআপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ! এ যেন নিছক দুর্ঘটনা নয়,বরং কোনো এক অজানা শক্তির নিষ্ঠুর অভিঘাত।সংঘর্ষের তীব্রতায় নিস্তব্ধ হয়ে গেল একটি জীবন সিএনজির এক নারী যাত্রী। ঘটনাস্থলেই তার প্রাণবায়ু হয়েছে উধাও।কিন্তু কে এই নারী? তার পরিচয় এখনও যেন এক গভীর অন্ধকারে ঢাকা।কেন তিনি এই পথে এসেছিলেন? কোন গন্তব্যের দিকে ছিল তার শেষ যাত্রা? তার পরিচয় জানা নেই, কেবল পড়ে আছে জীবনের এক অসমাপ্ত অধ্যায়।

দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতরভাবে আহত, যারা এখন ভাগ্যের নির্মম পরিহাসের শিকার।আহতদের মধ্যে সিএনজি চালক এবং অপর এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক যেন মৃত্যুর শীতল হাত কেবল তাদের কানের পাশ ছুঁয়ে গেছে।তাদের ভাগ্য এখন কোন মোড়ে নিয়ে দাঁড়াবে,তা শুধু সময়ই বলতে পারে।

প্রত্যক্ষদর্শীরা কেবল দেখলেন মাওনা চৌরাস্তা থেকে আসা পিকআপটি এবং বিপরীত দিক থেকে আসা সিএনজিটি এক পলকে মিশে গেল ধ্বংসের এক চিত্রে।স্থানীয়রা উদ্ধার করলেন আহতদের।