সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৭:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৯২ Time View

সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মোঃ শান্ত খান,বিশেষ প্রতিনিধি:-সাভারে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর জামসিং প্রিমিয়ার লীগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার(৩ মে)বিকেলে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরুষ্কার তুলে দেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।
জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুলে ও কলেজের প্রাক্তন প্রভাষক হাজ্বী শেখ মোঃ আওলাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান,বিসিএসআইআর কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন,উত্তর জামসিং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ ছানোয়ার হোসেন,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা মোঃ খান মজলিশ বাবু,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি শামীম হোসেন।
এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন,ওয়াহিদুর রহমান মুরাদ,মোঃ জীবন হাওলাদার,বরকত উল্লাহ,মোস্তাফিজুর রহমান, নয়ন হোসেন,আল-আমিন ও ইমরান শিকদারসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান,মাসব্যাপী এ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

















