০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে ভোর রাতের আগুনে পুড়েছে ৩ দোকানসহ ১২ অটোরিকশা

Reporter Name
  • Update Time : ০৮:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২২ Time View

শ্রীপুরে ভোর রাতের আগুনে পুড়েছে ৩ দোকানসহ ১২ অটোরিকশা

মোঃসুলতান মাহমুদ,শ্রীপুর;-গাজীপুরের শ্রীপুরে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি অটোরিকশা গ্যারেজসহ ৩দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে ১২ অটোরিকশা।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে শ্রীপুর রেলস্টেশনের বিপরীত পাশে মন্ডল মার্কেটের অটোরিকশা গ্যারেজ ও চায়ের দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, ভোর রাতে ওই স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার স্টেশন।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল মুনসুর মন্ডল মালিকানাধীন মোজাম্মেল হোসেনের চায়ের দোকানোর সব মালামাল ও অটোরিকশা গ্যারেজসহ ১২টি অটোরিকশা। গ্যারেজে রাখা মিক্সার মেশিনও পুড়ে গেছে। একই সাথে রাসেল মন্ডলের মালিকানাধীন লোকমানের মাইকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে সাউন্ড সিস্টেম ও ইলেকট্রনিক মালামাল ছিল। সব মিলিয়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মার্কেট মালিক আবুল মুনসুর মন্ডল জানান, ভোররাতে প্রথমে চায়ের দোকানে আগুন দেখতে পায় লোকজন। পরে দ্রুতই তা পাশের অটোরিকশা গ্যারেজ ও সাউন্ড বক্সের দোকানে ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।একপর্যায়ে ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। অটোরিকশা, দোকান ও গ্যারেজ মিলিয়ে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন,’এতো ক্ষয়ক্ষতি হয়েছে কি বলে শান্তনা দিবো।গ্যারেজ ও দোকানে রাখা সব মাল পুড়ে গেছে। বিশেষ করে এতোগুলা যানবাহন পুড়েছে।ওই মানুষ গুলো সব বেকার হলো। সরকারি ভাবে কোনো সহায়তা না পেলে এ ক্ষতি মেটাতে ব্যক্তি পর্যায়ে সম্ভব নয়। আর্থিক অনুদান দিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম আকাশ বাংলা কে বলেন,’খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সম্পুর্ন নির্বাপণ করতে ১ঘন্টা সময় লাগে। এ ঘটনায় দোকান ও গ্যারেজসহ অটোরিকশার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে ভোর রাতের আগুনে পুড়েছে ৩ দোকানসহ ১২ অটোরিকশা

Update Time : ০৮:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

শ্রীপুরে ভোর রাতের আগুনে পুড়েছে ৩ দোকানসহ ১২ অটোরিকশা

মোঃসুলতান মাহমুদ,শ্রীপুর;-গাজীপুরের শ্রীপুরে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি অটোরিকশা গ্যারেজসহ ৩দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে ১২ অটোরিকশা।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে শ্রীপুর রেলস্টেশনের বিপরীত পাশে মন্ডল মার্কেটের অটোরিকশা গ্যারেজ ও চায়ের দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, ভোর রাতে ওই স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার স্টেশন।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল মুনসুর মন্ডল মালিকানাধীন মোজাম্মেল হোসেনের চায়ের দোকানোর সব মালামাল ও অটোরিকশা গ্যারেজসহ ১২টি অটোরিকশা। গ্যারেজে রাখা মিক্সার মেশিনও পুড়ে গেছে। একই সাথে রাসেল মন্ডলের মালিকানাধীন লোকমানের মাইকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে সাউন্ড সিস্টেম ও ইলেকট্রনিক মালামাল ছিল। সব মিলিয়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মার্কেট মালিক আবুল মুনসুর মন্ডল জানান, ভোররাতে প্রথমে চায়ের দোকানে আগুন দেখতে পায় লোকজন। পরে দ্রুতই তা পাশের অটোরিকশা গ্যারেজ ও সাউন্ড বক্সের দোকানে ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।একপর্যায়ে ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। অটোরিকশা, দোকান ও গ্যারেজ মিলিয়ে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন,’এতো ক্ষয়ক্ষতি হয়েছে কি বলে শান্তনা দিবো।গ্যারেজ ও দোকানে রাখা সব মাল পুড়ে গেছে। বিশেষ করে এতোগুলা যানবাহন পুড়েছে।ওই মানুষ গুলো সব বেকার হলো। সরকারি ভাবে কোনো সহায়তা না পেলে এ ক্ষতি মেটাতে ব্যক্তি পর্যায়ে সম্ভব নয়। আর্থিক অনুদান দিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম আকাশ বাংলা কে বলেন,’খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সম্পুর্ন নির্বাপণ করতে ১ঘন্টা সময় লাগে। এ ঘটনায় দোকান ও গ্যারেজসহ অটোরিকশার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে।