রাণীশংকৈলে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

- Update Time : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১৯১ Time View

রাণীশংকৈলে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
আব্দুল জব্বার (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ- “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে”এ শ্লোগানে সামনে রেখে বুধবার
(১জানুয়ারি)গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টি। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার,হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম,পৌর জাপা’র সভাপতি শামসুল আরেফিন ও সম্পাদক রমজান আলী প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি,সাধারণ সম্পাদক ও দলটির সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা সভায় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের নির্ভয়ে সংঘবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দলটিকে আরো সুসংগঠিত করার আহবান জানান তিনি।