যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার তিন

- Update Time : ০১:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৬ Time View

যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার তিন
মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন ডিবি পুলিশ এবং আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা ৩৬৫ পিচ ইয়াবা,একটি প্রাইভেট কার(যার নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) সহ ০৩ জন আসামি গ্রেফতার।
পুলিশ সুপার,জয়পুরহাট জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ এবং আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক আক্কেলপুর থানাধীন গোপীনাথপুর ইউপির সোনামুখী মোড়ে বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজা,৩৬৫ পিচ ইয়াবা,একটি প্রাইভেট কার(যার নম্বর-ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) সহ আসামি ১। মোঃ রুবেল,পিতা- মৃত আব্দুস সাত্তার, গ্রাম-কুমিল্লা চকবাজার, থানা-কোতোয়ালি,জেলা-কুমিল্লা ২।মোছা:নাজমা(৪০) পিতা- সোলেমান প্রামানিক,সাং- সাকিদার পাড়া,থানা:জয়পুরহাট সদর,জেলা: জয়পুরহাট ৩। মোছা:নাসরিন(২৫), পিতা- মোঃ সুলতান,গ্রাম-সাইকোট,থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।