মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে বক্তৃতা উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

- Update Time : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৭০ Time View

মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে বক্তৃতা উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মোঃ শান্ত খান,প্রতিদিন জনতার চোখ,প্রতিনিধি:-ছাত্রছাত্রীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি,শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কৌশল শেখাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে”স্পিকিং,প্রোনানসিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন ইন ইংলিশ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৭ এপ্রিল ২০২৫)আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে ইংরেজি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহীম।সভাপতিত্ব করেন,সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দিন।
অন্যদের মধ্যে,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আফসার কাইয়ুম,মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু,মাহবুবা সুলতানা এবং জাহিন মাহবুব উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দা তারতিলা সানজিদা ও মীর জারিন তাসনিম।
ছাত্রছাত্রীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানো,শুদ্ধ উচ্চারণ ও উপাস্থাপনের কৌশল শেখানোর লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।