০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে নির্বাচন কমিশন:সিইসি

Reporter Name
  • Update Time : ০১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১৩৯ Time View

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে নির্বাচন কমিশন:সিইসি

মোঃ শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধি:-ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার উত্তরণে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেছেন,‘অনিয়ম চাই না আমরা।সত্যিকারভাবে নির্বাচন বলতে যা বোঝায়,তা প্রতিষ্ঠা করতে চাই।নির্বাচনের নামে প্রহসন চাই না।(ভোটার) হালনাগাদ থেকে আরম্ভ করে ভোট দেওয়া,রেজাল্ট পর্যন্ত এ দীর্ঘ প্রক্রিয়ায় আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।

আজ সোমবার ঢাকার সাভারে‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্যদের তথ্য সংগ্রহ শুরুর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।এই তথ্য সংগ্রহ কর্মসূচি চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট নেওয়া ও ছবি তোলাসহ অন্যান্য কাজ চলবে।জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম,যারা বাদ পড়েছেন,তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা স্থানান্তরের সুযোগ থাকছে এবারের হালনাগাদে। ভোটার হালনাগাদ কর্মসূচির মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন।তিনি বলেন,‘যেদিন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে,ফ্রিলি-ফেয়ারলি ও ভয়ভীতিহীনভাবে; সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নেমেছি।সবাইকে সাথে নিয়ে আমাদের এই কাজ করতে হবে।

ভোটের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন,‘বাঙালি জানে ঐক্যবদ্ধ হতে অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে।বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকার আদায় করবে- আমাদের নেতৃত্বে আমরা আপনাদের সাথে আছি।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ভোটে ব্যাপক কারচুপি-অনিয়মের অভিযোগ রয়েছে। তাতে মানুষ যে ভোট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন,সেই প্রসঙ্গও তুলে ধরেন নাসির।তিনি বলেন,‘মানুষ তো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে। তরুণ অনেকে আমার সাথে দেখা করতে এলে বলে,তারা ভোট দিতে পারেনি। তাদের আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের শুরু হলো। এই সুযোগ সদ্ব্যবহারের যাত্রা শুরু হলো লং জার্নি।ভোটার ক্যাম্পেইন থেকে আরম্ভ করে পছন্দের ভোট দেওয়া,ভোট গণনা করে প্রার্থী যে হোক,ভোট দেওয়া- এ পুরো জার্নিতে আমি আপনাদের সাথে চাই।

Tag :

Please Share This Post in Your Social Media

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে নির্বাচন কমিশন:সিইসি

Update Time : ০১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে নির্বাচন কমিশন:সিইসি

মোঃ শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধি:-ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার উত্তরণে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেছেন,‘অনিয়ম চাই না আমরা।সত্যিকারভাবে নির্বাচন বলতে যা বোঝায়,তা প্রতিষ্ঠা করতে চাই।নির্বাচনের নামে প্রহসন চাই না।(ভোটার) হালনাগাদ থেকে আরম্ভ করে ভোট দেওয়া,রেজাল্ট পর্যন্ত এ দীর্ঘ প্রক্রিয়ায় আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।

আজ সোমবার ঢাকার সাভারে‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্যদের তথ্য সংগ্রহ শুরুর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।এই তথ্য সংগ্রহ কর্মসূচি চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট নেওয়া ও ছবি তোলাসহ অন্যান্য কাজ চলবে।জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম,যারা বাদ পড়েছেন,তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা স্থানান্তরের সুযোগ থাকছে এবারের হালনাগাদে। ভোটার হালনাগাদ কর্মসূচির মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন।তিনি বলেন,‘যেদিন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে,ফ্রিলি-ফেয়ারলি ও ভয়ভীতিহীনভাবে; সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নেমেছি।সবাইকে সাথে নিয়ে আমাদের এই কাজ করতে হবে।

ভোটের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন,‘বাঙালি জানে ঐক্যবদ্ধ হতে অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে।বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকার আদায় করবে- আমাদের নেতৃত্বে আমরা আপনাদের সাথে আছি।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ভোটে ব্যাপক কারচুপি-অনিয়মের অভিযোগ রয়েছে। তাতে মানুষ যে ভোট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন,সেই প্রসঙ্গও তুলে ধরেন নাসির।তিনি বলেন,‘মানুষ তো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে। তরুণ অনেকে আমার সাথে দেখা করতে এলে বলে,তারা ভোট দিতে পারেনি। তাদের আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের শুরু হলো। এই সুযোগ সদ্ব্যবহারের যাত্রা শুরু হলো লং জার্নি।ভোটার ক্যাম্পেইন থেকে আরম্ভ করে পছন্দের ভোট দেওয়া,ভোট গণনা করে প্রার্থী যে হোক,ভোট দেওয়া- এ পুরো জার্নিতে আমি আপনাদের সাথে চাই।