বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

- Update Time : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদন:-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “জগন্নাথ বিশ্ববিদ্যালয়”আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য অনুমোদিত দেওয়া হল।
আহ্বায়ক মাসুদ রানা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আরাফ,মোঃ ফেরদাউস শেখ,মোঃ শাহিন মিয়া,যুগ্ম আহ্বায়ক সুমন আলী,মো: সোলেমান হোসেন,সাকিবুল হাসান,আমিনুল ইসলাম,আকরামুল হক,শাহপরান আহমেদ শ্রাবণ,আম্মার বিন আসাদ,মোঃ স্বপন মিয়,তাহমিদুর রহমান সদস্য সচিব,সিনিয়র যুগ্ম সদস্য সচিব।যুগ্ম সদস্য সচিব,সিফাত হাসান সাকিব,মুশফিকুর রহমান,আশরাফ আরেফিন কে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, আগামী ৬ মাসের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো:হাসনাত আসাদুল্লাহ,আরিফ সোহেল ও বলেন,‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্বপূর্ণ এ জায়গা থেকে আরো একধাপ এগিয়ে নিবে।এ কমিটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল তা প্রতিষ্ঠায় আমরা কাজ করব ইনশাল্লাহ।তিনি আরোও বলেন,শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং প্রশাসনিক কার্যক্রমের ভারসাম্য রক্ষা করে বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সহায়তা করবে বলে আশা করছি। একই সাথে রাষ্ট্রের যেকোনো স্বার্থে তারা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।