বরুমতির বাঁকে’র প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন

- Update Time : ১০:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৫১ Time View

বরুমতির বাঁকে’র প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন
তৌফিক আলম চৌধুরী,চট্টগ্রাম:-আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য ও সম্পদ-সম্ভাবনা
অনুধাবনে‘বরুমতির বাঁকে’অবদান রাখবে
প্রাকৃতির বৈচিত্র্য,ইতিহাসের আকর,মানসসম্পদে সমৃদ্ধ চট্টগ্রামের অন্যতম ঋদ্ধ জনপদ চন্দনাইশ উপজেলার ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা,ধর্ম চর্চা, স্থাপত্য,শিল্প,কৃষি,সংস্কৃতি বিষয়ক কাগজ ‘বরুমতির বাঁকে’র প্রকাশনা অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গবেষণাধর্মী কাগজটির প্রকাশক ও হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন,গবেষক ও কবি শামসুল আরেফীন।সূচনা বক্তব্য রাখেন,বরুমতির বাঁকে’র সম্পাদক শিক্ষাবিদ উত্তম কুমার আচার্য্য।এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শিল্প-উদ্যোক্তা শফিকুল ইসলাম রাহী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন,মানবাধিকার সংগঠক লায়ন সাজ্জাদ উদ্দীন,সমাজকর্মী দাউদুজ্জামান শাহেদ, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম বাপ্পী, যুব সংগঠক ওবায়দুর রহমান,শঙ্খতীর সাময়িকীর সহ-সম্পাদক মহিউদ্দিন কাদের,ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান যুগে ইতিহাস অনুসন্ধান ও নির্মোহ প্রকাশ আশানুরূপ হচ্ছে না। এক্ষেত্রে বরুমতির বাঁকে’র মত এমন কাগজের প্রকাশনা আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।
উল্লেখ্য,বরুমতির বাঁকে’র প্রথম সংখ্যায় সুপ্রাচীন ঐতিহ্যের প্রোজ্জ্বল সাক্ষী বাগিচাহাটের কদম রসুল (দ.),চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার নামকরণের ইতিহাস, লোককবি নুরুল আলমের সৃষ্টিসম্ভার,বইরগুনি বৃত্তান্ত,ভাষা আন্দোলনের সংগঠক প্রিন্সিপাল আবুল কাসেমের কীর্তিকথা,চন্দনাইশ উপজেলার সংক্ষিপ্ত বৃত্তান্ত ‘আমাদের চর্চা।