পুরুষ কাঁদে না – কবিতা

- Update Time : ০১:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৭৯ Time View

পুরুষ কাঁদে না –
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।
*পুরুষ কাঁদে না –
তবে কান্নার শব্দ কখনোই থামে না।
হৃদয়ের গভীরে যখন শুন্যতা জাগে,
সুখের সন্ধানে সে ফিরে ফিরে ডাকে।
পুরুষ কাঁদে না –
তার অন্তরে জ্বলছে হাজারো দুঃখের আগুন,
সকল শোক আর বুক ফাটা আর্তনাদ ধরা দেয় একদিন ।
পুরুষ কাঁদে না –
সে নিস্তব্ধ নিরব থাকে,
তার কত অবদান কেউ তা দেখে না।
পুরুষ কাঁদে না –
রাত জেগে কাজ করে,
পরিশ্রমের শিখরে,
সপ্ন তার পরিবারের আর কোন চিন্তা থাকে না।
পুরুষ কাঁদে না –
বাড়ির চার দেওয়ালে সে এক অদৃশ্য শক্তি,
বিপদের মুখে সে পিছপা হবার নয়,
সকল বেদনাকে করে ভক্তি।
পুরুষ কাঁদে না –
তার হৃদয়ের গহীনে বয় প্রচন্ড ঝড়ো হাওয়া,
পরিজন থাকলেই তার লাগে ভালো, নেই আর চাওয়া পাওয়া।
পুরুষ কাঁদে না –
সব কিছুতেই থাকে তার অটুট বিশ্বাস,
তবে ভেতরে থাকে তার অব্যক্ত ত্রাস।
পুরুষ কাঁদে না –
মন যখন ক্ষুদার্ত – তোলপাড় করে,
তখন সে নিজের অশ্রু আত্মসাৎ করে ।
পুরুষ কাঁদে না –
আত্মবিশ্বাসের ঢাকনাতে থাকে চুপ,
ভেতরে ভেতরে ঝড় থেমে থেমে ভুলে না।
পুরুষ কাঁদে না –
তবে সেও তো মানুষ!তারও তো ভাঙ্গে মন,
পরিবারের তরে তার শ্রম,ভুলে যায় সবে তার অবদান ।।