০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন, নিউ মার্কেটের হকার

Reporter Name
  • Update Time : ১১:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ৭১ Time View

পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন, নিউ মার্কেটের হকার

সমরেশ রায় ও শম্পা দাস,স্টাফ রিপোর্টার কলকাতা,পশ্চিমবঙ্গ:-আজ ২৫ শে মার্চ মঙ্গলবার,ঠিক সন্ধ্যা ছটায়,কলকাতা নিউ মার্কেট ও পিয়ারলেস হোটেলের মধ্যস্থলের রাস্তায়, নিউমার্কেট হকার ইউনিয়ন ও পিয়ারলেস হোটেল ইউনিয়নের উদ্যোগে রাস্তা দুই ধারে সাধারণ পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন।

উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার এম আই সি বৈশ্যানর চট্টোপাধ্যায় ও হকার ইউনিয়নের আলী সাহেব সহ পিয়ারলেস ইউনিয়নের অন্যান্যরা।প্রায় কয়েকশো পথ চলতি মানুষ এই ইফতার পার্টিতে যোগদান।

আয়োজনের দিক দিয়ে কোন ত্রুটি ছিল না, নিয়ম মেনে ঠিক সন্ধ্যা ছটায় তারা ইফতার পার্টি দেন,ইফতার পার্টিতে যাহারা অংশগ্রহণ করেছিলেন,তাহাদেরকে শরবত,ফলমূল, তেলেভাজা,হালিম সহ বিভিন্ন খাবার তুলে দেন। ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন মহিলা থেকে পুরুষ সবাই আনন্দিত,এই ধরনের একটি উদ্যোগ নেওয়ায়। কারণ এই কটা দিন সবাই কেনাকাটায় ব্যস্ত থাকে,তাই সময়ে ইফতারে যোগ দেয়াটা সম্ভব নয়,এটাকে মাথায় রেখেই আজকের আয়োজন।

তবে পিয়ারলেস হোটেল ইউনিয়নের তরফ থেকে জানা যায়,এই বছরই তারা প্রথম চালু করেছেন ইফতার পার্টি,তাই তারা বুঝে উঠতে পারেননি বলে জানান এত লোক হবে,আগামী দিনে যাতে আরো বড় করে করা যায় তার আশ্বাস দিলেন এবং যারা হয়তো দেরিতে এসে ঘুরে গেছেন তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন।অন্যদিকে হকার ইউনিয় এই ইফতার সাধারণ মানুষের জন্য প্রতিবছর করে থাকে একটা দিন। তারাও বলেন ,আমরা এইভাবে একটা দিন ইফতার পার্টি করতে পেরে এবং পথ চলতি মানুষের হাতে এই ইফতারের খাবার তুলে দিতে পেরে আমরা খুশি। কৃতজ্ঞতা জানাবো সকল হোক আর ভাইদের, যারা এইভাবে সহযোগিতা করেছেন ও সকলকে বসিয়ে ভালো করে পরিষেবা দিয়েছেন।সকলকে ঈদ ও ইফতারের শুভেচ্ছা জানালেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন, নিউ মার্কেটের হকার

Update Time : ১১:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন, নিউ মার্কেটের হকার

সমরেশ রায় ও শম্পা দাস,স্টাফ রিপোর্টার কলকাতা,পশ্চিমবঙ্গ:-আজ ২৫ শে মার্চ মঙ্গলবার,ঠিক সন্ধ্যা ছটায়,কলকাতা নিউ মার্কেট ও পিয়ারলেস হোটেলের মধ্যস্থলের রাস্তায়, নিউমার্কেট হকার ইউনিয়ন ও পিয়ারলেস হোটেল ইউনিয়নের উদ্যোগে রাস্তা দুই ধারে সাধারণ পথ চলতি মানুষদের নিয়ে ইফতার পার্টি করলেন।

উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার এম আই সি বৈশ্যানর চট্টোপাধ্যায় ও হকার ইউনিয়নের আলী সাহেব সহ পিয়ারলেস ইউনিয়নের অন্যান্যরা।প্রায় কয়েকশো পথ চলতি মানুষ এই ইফতার পার্টিতে যোগদান।

আয়োজনের দিক দিয়ে কোন ত্রুটি ছিল না, নিয়ম মেনে ঠিক সন্ধ্যা ছটায় তারা ইফতার পার্টি দেন,ইফতার পার্টিতে যাহারা অংশগ্রহণ করেছিলেন,তাহাদেরকে শরবত,ফলমূল, তেলেভাজা,হালিম সহ বিভিন্ন খাবার তুলে দেন। ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন মহিলা থেকে পুরুষ সবাই আনন্দিত,এই ধরনের একটি উদ্যোগ নেওয়ায়। কারণ এই কটা দিন সবাই কেনাকাটায় ব্যস্ত থাকে,তাই সময়ে ইফতারে যোগ দেয়াটা সম্ভব নয়,এটাকে মাথায় রেখেই আজকের আয়োজন।

তবে পিয়ারলেস হোটেল ইউনিয়নের তরফ থেকে জানা যায়,এই বছরই তারা প্রথম চালু করেছেন ইফতার পার্টি,তাই তারা বুঝে উঠতে পারেননি বলে জানান এত লোক হবে,আগামী দিনে যাতে আরো বড় করে করা যায় তার আশ্বাস দিলেন এবং যারা হয়তো দেরিতে এসে ঘুরে গেছেন তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন।অন্যদিকে হকার ইউনিয় এই ইফতার সাধারণ মানুষের জন্য প্রতিবছর করে থাকে একটা দিন। তারাও বলেন ,আমরা এইভাবে একটা দিন ইফতার পার্টি করতে পেরে এবং পথ চলতি মানুষের হাতে এই ইফতারের খাবার তুলে দিতে পেরে আমরা খুশি। কৃতজ্ঞতা জানাবো সকল হোক আর ভাইদের, যারা এইভাবে সহযোগিতা করেছেন ও সকলকে বসিয়ে ভালো করে পরিষেবা দিয়েছেন।সকলকে ঈদ ও ইফতারের শুভেচ্ছা জানালেন।