নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা

- Update Time : ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১৩০ Time View

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা
আবু হাসান আপন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ফার্মেসীর ঔষধ ব্যবসায়ীকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার প্রসিকিউটর ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুসা।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী তাদের ফার্মেসী বন্ধ রাখতে দেখে গেছে,এতে করে ঔষধ ক্রয় করতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ বিপাকে পড়েন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুসা জানান- অপরিছন্ন পরিবেশ,ঔষদের মেয়াদ না থাকাসহ ব্যবসায়ীদের বেশ কিছু অসংগতির কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যখনই প্রয়োজন মনে করবে অভিযান পরিচালনা করা হবে।