দোহারে ভ্রাম্যমান আদালতের অভিযান ১জনের কারাদন্ড

- Update Time : ১১:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১৩৮ Time View

দোহারে ভ্রাম্যমান আদালতের অভিযান ১জনের কারাদন্ড
মনির হোসেন,দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:-
ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের অপরাধে একজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
বৃস্পতিবার (২৩ জানুয়ারী) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার লটাখোলা বাজার সংলগ্ন নাগেরকান্দা ও কার্তিকপুর এলাকায় অবৈধ ভাবে ড্রেজার ব্যবহার করে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ ভঙ্গ করার অপরাধে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন,জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান চলমান থাকবে।অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।