জোরপূর্বক জমির ফসল নষ্ট করে সুপারীগাছ কর্তন

- Update Time : ০৬:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৫৪ Time View

জোরপূর্বক জমির ফসল নষ্ট করে সুপারীগাছ কর্তন
মোঃ জাকারিয়া হোসেন,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জোরপূর্বক জমির ফসল উত্তোলন করে নষ্ট করাসহ অর্থশতক সুপারী গাছ কর্তন ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার(৩১ জানুয়ারি)সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাবেদ মন্ডলের চাতাল পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়,ছলিমুদ্দিন ২০২২ সালে রমজান আলীর কাছে ৭শতাংশ জমি ক্রয় করে তার স্ত্রী মোছাঃ জোবেদা বেগম এর নামে দেন।এই জমির দাগ নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছে বলে জানা যায়।বার বার মিমাংসা হলেও কোন সুরাহা মেলেনি। ফসল নষ্ট সহ জমির দাগ ঠিক করা নিয়ে কোর্টে মামলাও করেন ভুক্তভোগী পরিবার।
২০২২ সালেই তিনি তার জমিতে সুপারি গাছ এবং বিভিন্ন সফল লাগান।সফল গুলো বক্কর মিয়া নির্দেশে তার ছেলেরা নষ্ট করে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।আজ সকলে বক্কর মিয়া সহ তার ছেলেরা জমিতে এসে সুপারি গাছগুলো তোলে এবং সেই জমিতে কিছু সুপারি গাছ লাগান।
ক্ষতিগ্রস্ত কৃষক ছলিমুদ্দিন বলেন,আমি ২০২২ সালে এই ৭শতাংশ জমি ক্রয় করি তখন থেকেই বক্কর মিয়া সহ ছেলেরা আমার জমিতে আমি যে ফসলগুলা ফলাই সে কষ্ট করে তারা।অনেকদিন থেকে এই জমির দাগ নিয়ে এর মাঝে বিবাদ চলছে।এক পর্যায়ে আমি কোটে মামলাও করি।
ক্ষতিগ্রস্ত জোবেদা বেগম বলেন,আজ সকালে বক্কর মিয়া ও তার ছেলেরা আমাদের গাছগুলো তুলে নিয়ে যায়।তারা বিভিন্ন লাঠিসুটা নিয়ে জমিতে এসেছিল সে কারণে বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হই।
প্রতিবেদকের কাছে সুপারি গাছ তোলা ভুল হয়েছে শিকার করে বক্কর মিয়া বলেন,৭ শতাংশ জমির দাগ নিয়ে অনেকদিন থেকে চলেছে।আপনি অনেকদিন থেকে তাদের জমি থেকে বাড়ির গাছগুলো তুলে নেওয়ার কথা বলছি কিন্তু তারা গাছগুলো তোলেনি।সেজন্য আমি আজ গাছগুলো তুলেছি তারা যদি চায় আমি কাজগুলো ফিরিয়ে দিতে রাজি আছি।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন,ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।তদন্তপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।