জামালগঞ্জে অটোরিকসা দূর্ঘনায় নিহত-১
আব্দুল আলীম ইমতিয়াজ,সিলেট ব্যুরো চিফ:
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নে অটোরিকশা দুর্ঘটনায় শাহীনূর রহমান(২৭)নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি ভীমখালী ইউনিয়নের চানবাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে।
জানা যায়,আজ বুধবার সকাল ৮ টায় শাহীনূর রহমান দিন মজুরী কাজে অটোরিকশায় যাচ্ছিল। জাল্লাবাজ গ্রামের পশ্চিমে পাশামিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার গর্তে পড়ে গাড়ি উল্টে নিচে পড়ে যায়।
গাড়িতে থাকা সুজাত পুর গ্রামের শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন,শাহীনূর আমার পাশেই বসা ছিল। গাড়ি উল্টে সে মারাত্মকভাবে আহত হয়।পরে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আলমগীর তাকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা:- মোঃ জাকির হোসাইন, উপদেষ্টা:- মোঃ হাবিবুর রহমান, প্রকাশক ও সম্পাদক:-মোঃ সেলিম রেজা, বার্তা সম্পাদক:-আল আমিন হুসাইন, নির্বাহী সম্পাদক:- বাবলু বড়ুয়া, সহ-নির্বাহী সম্পাদক:- আফরোজা আক্তার| হটলাইন:- ০১৯২১-৫১০৫১৪, বার্তা ও বিজ্ঞাপন বিভাগ:- ০১৭১২-৮৭০৩৮৫,০১৮১১-৩২২৯৬৭, ইমেইল:- protidinjonotarchok@gmail.com, অফিস ঠিকানা:- চৌধুরী পাড়া, রামপুরা, ঢাকা।
ই-পেপার