জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেনকে হত্যার হুমকি

- Update Time : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৬০ Time View

জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেনকে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার,আফরোজা আক্তার সাদিয়া:-ঢাকা থেকে প্রকাশিত”জাতীয় শেষ সংবাদ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেনকে আজ বিকাল পাঁচটা তিন মিনিটের সময় এই মোবাইল নাম্বার, ০১৫৭২৭১০১২০ থেকে ফোন করে হত্যার হুমকি এবং অকথ্য ভাষায় গালিগাল করার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়,এইচ.এফ.এম জাহাঙ্গীর হোসেন (৬০)থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ থানায় হাজির হইয়া তিনি এই মর্মে অভিযোগ দায়ের করেন,তিনি অভিযোগে উল্লেখ করেন,জাতীয় শেষ সংবাদ পত্রের আমি প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত আছি।ঘাঘর বাজারে আমার সম্পাদাকীয় কার্যালয়ে বসা অবস্থায় অজ্ঞাত নামা বিবাদী মোবাইল নং ০১৫৭২৭১০১২০ ব্যবহার কারী ইংরেজী ২৬/০৫/২০২৫ ইং তারিখ বিকাল ০৫.০৩ ঘটিকায় আমার ব্যবহারিত মোবাইল নং ০১৭১২৭২২৫৩০,তে কল করিলে আমি উক্ত বিবাদীকে সালাম কালাম দিলে আমাকে অজ্ঞাত কারনে অকথ্য ভাষায় গালি গালাজ করা সহ বলে যে,আমি তোর যম আজরাইল হয়ে তোর জান কবজ করিবো বলিয়া হুমকি দিয়ে কল কেটে দেয়।
উক্ত বিষয়ে,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাহেবের কাছে জানতে চাইলে,তিনি লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব,২৪ ঘন্টা টেলিভিশন,দৈনিক প্রতিদিন জনতার চোখ,জাতীয় শেষ সংবাদ,প্রথম বুলিটিং,দৈনিক প্রানের বাংলাদেশ,দৈনিক বর্তমান কথা,পত্রিকাসহ সারাদেশের কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।জাতির বিবেক সাংবাদিকরা জাতীয় শেষ সংবাদ পত্রিকার বার্তা-সম্পাদকে মুঠো ফোনে তারা জানান,কোটালীপাড়া থানার প্রশাসন এই হুমকি দাতা ব্যক্তিকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে আমরা সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবো বলে জানান তারা।তাই এবং উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সারাদেশের কলম সৈনিকরা।