চট্টগ্রামে সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
- Update Time : ১২:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৭ Time View

চট্টগ্রামে সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ-পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে রাস্তার প্রয়োজনে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।অনুমোদন ছাড়াই পাহাড় কাটায় পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১০ ডিসেম্বর বুধবার এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ জানান, ‘আইন অমান্য করে প্রায় ৩৫ শতক পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় সওজকে এ জরিমানা করা হয়েছে।তবে সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন,তাঁরা জনস্বার্থে সেতু নির্মাণের জন্য পাহাড় কাটেন। তিনি বলেন, “পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ পাহাড় কাটার কথা বলছে,বাস্তবে ততটা কাটা হয়নি।আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।
পরিবেশ অধিদপ্তর জানায়,সওজের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে মোট ১৭টি স্থানে পাহাড় কাটা হয়।গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ৪ নভেম্বর দুই দফা তদন্তে ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪.৯২ শতক পাহাড় কাটার প্রমাণ মেলে।
আজ শুনানিতে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
















