গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে
- Update Time : ১০:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৪ Time View

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর:=গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠতায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই এ বনভূমির গাছ কাটা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,রায়েদ ইউনিয়নের দরগার বাজারের পশ্চিম পাশে (তরগাঁওয়ের ফকিরদের বন হিসেবে পরিচিত)গজারি বনে গত প্রায় ১৫ দিন ধরে অবৈধভাবে গাছ কাটা চলছে।এখনো বনের ভেতরে কাটা অবস্থায় বহু গাছ পড়ে আছে।অভিযোগ রয়েছে,এ ঘটনার সঙ্গে বন বিভাগের কিছু অসাধু লোক সরাসরিভাবে জড়িত।এ ছাড়া একই ইউনিয়নের বেলাশী গ্রামের সাবেক আইচ্ছি চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশের গজারি বনেও গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।দুটি স্থান মিলিয়ে প্রায় চার হাজারের মতো গজারি গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।এতে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে স্থানীয় পরিবেশ সচেতনরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন!

















