গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের আপত্তি

- Update Time : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১৪৪ Time View

গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের আপত্তি
ফয়সাল রহমান জনি,গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহ দেখাচ্ছেন কেন? প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকদের ঘোর অনীহা সত্ত্বেও কোম্পানির চাকরিজীবী-নির্বাহী প্রকৌশলীদের অনমনীয়তার নেপথ্য রহস্য কী? এমন প্রশ্ন এখন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককের।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার সংযোগ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তোলেন বক্তারা।
প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে পুরাতন বাদিয়াখালীর স্টেশন রোডে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু,সমাজ ও মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা,অ্যাড.ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইট,মোর্শেদ হাসান দীপন, খোরশেদ আলম খোকন,ফিরোজ সরদার প্রমুখ।
বক্তারা বলেন,বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি,মিটার ভাড়া,ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে।বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবি করেন।