ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানীঃমৌসুমী হক

- Update Time : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১৮৩ Time View

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানীঃমৌসুমী হক
রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:-নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন-আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনে বিজ্ঞানী হবে।তাদের নতুন নতুন আবিস্কার দেশের সুনাম বয়ে আনবে।তিনি আজ বুধবার (২২ জানুয়ারি)জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে স্টল পরিদর্শনের সময় এ অভিমত ব্যক্ত করেন।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হব বিশ্বময়”এ প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।এ সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার লোকমান আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান,একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ।
মেলায় ২৩ টি স্টল অংশগ্ৰহণ করেছে।শিক্ষার্থীরা তাদের আবিস্কারগুলো প্রজেক্ট আকারে মেলার স্টলে তুলে ধরেছেন।এছাড়া কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।