০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫ তম প্রকাশ্য সম্মেলন

Reporter Name
  • Update Time : ১০:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৯২ Time View

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫ তম প্রকাশ্য সম্মেলন

সমরেশ রায় ও শম্পা দাস,স্টাফ রিপোর্টার, কলকাতা পশ্চিমবঙ্গ:-আজ ২৬ শে মার্চ বুধবার, ঠিক দুপুর একটায়,কলকাতা কর্পোরেশনের মেন বিল্ডিং এর পাশে,দুলাল ঘোষ স্মৃতি মঞ্চে,কে এম সি মজদূর পঞ্চায়েত আই এন টি ইউ সির উদ্যোগে,৬৫ তম প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন পৌরসভার কর্মীরা উপস্থিত হন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং দুলাল ঘোষের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের সম্মেলন শুরু হয়।দুলাল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে সকলে উঠে দাঁড়িয়ে এই সম্মান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় শুভঙ্কর সরকার সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি,মুখ্য অতিথি প্রদীপ ভট্টাচার্য সভাপতি kmc,এম পি প্রাক্তন রাজ্যসভা,প্রধান বক্তা সন্তোষ পাঠক কার্যকরী সভাপতি kmc,আই এন টি ইউ সি,পৌরপ্রতিনিধি ৪৫ নম্বর ওয়ার্ড। উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি এর কামারুজ্জামান কামার,সাধারণ সম্পাদক কে এম সি,এম পি আই এন টি ইউ সি শঙ্কর রায়, সহ-সভাপতি কে এম সি,আই এন টি ইউ সি শশাঙ্ক মুখার্জী,দীপক রায় চৌধুরী, সঞ্জীব দে,পাপ্পু হেলা,রাজ কমল হেলা,অঞ্জন চৌধুরী। যুগ্ম সম্পাদক kmc,intuc দেবাশীষ ঘোষ ও সুমন দাস। উপস্থিত ছিলেন প্রদীপ প্রসাদ ও সুদীপ্ত রায়চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন,কে এম সির মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর পক্ষ থেকে, কাদের,রহিম,জ্যোতিষ,ভগলু,সুধীন,বিজয়,সুবীর ,হিমাংশু,ভীম,সুন্দর,শওকত,রাজকুমার,অরুনা রায়,দীপক ও অন্যান্যরা।প্রদীপ প্রজ্জলন করলেন মাননীয় কামারুজ্জামান কামার মহাশয়।

আজকের সমাবেশ থেকে বেশ কিছু তথ্য এবং টিএমসি শ্রমিকদের যে সমস্যা ও পাওনা সেগুলি তুলে ধরেন।এমনকি রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার হাওড়ায় গিয়ে পুলিশের বাঁধাই পড়েন সেটিও এই সমাবেশে তুলে ধরেন,তিনি বলেন মানুষের সমস্যা দূর করায় সরকারের কর্তব্য, কিন্তু সেগুলি কোনটি হয় না,আমরা তার প্রতিবাদ করতে গেলে পুলিশের আক্রান্ত হই,কিন্তু এতেও আমাদের আটকানো যাবে না,শুধু তা নয় যারা টিএমসিতে কন্টাকচুয়াল কাজ করছে,তাদের অবিলম্বে স্থায়ী করতে হবে,এমনকি তাদের ন্যায্য দাবিগুলি পূরণ করতে হবে,যারা রোদে জলে ঝড়ে বৃষ্টিতে মানুষের সেবায় কাজ করে চলেছে তারা ঠিকমতো মাইনে পায়না,কি তারা ন্যায্য মাই নাও পায়না,শুধু তাই নয়,মহাদীর কোন সুযোগ সুবিধা নাই,অবিলম্বে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এর সাথে সাথে বলেন যারা পাড়ায় পাড়ায় ব্লিচিং দেন,ওষুধ দেন,তাহাদের মুখে পর্যন্ত মাক্স থাকে না,যারা ড্রিম পরিষ্কার করেন তাদেরও একই অবস্থা, দোতারা জানেন না এই সকল বিষ ক্রিয়ায় কতটা ক্ষতি হচ্ছে,মঞ্চ থেকে বারবার মেয়রের নাম উল্লেখ করেন,যিনি শুধু নিজের এরিয়ার কথা ভাবেন এই সকল মানুষের কথা ভাবেন না,যাদের মাইনেটুকু পর্যন্ত সময় দেয় না,তিনি কিসের দায়িত্ব পালন করছেন,সমস্ত কাজকে তো কন্টাকচুয়ালের হাতে তুলে দিয়েছে, কিন্তু তাহারা দিন-রাত পরিশ্রম করলেও তাদের ন্যায্য পাওনা পান না।শুধু তাই নয় বিভিন্ন এলাকায় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে,কানে ঠিক মতো কাজও হচ্ছে না,দেওয়াল খসে পড়ছে,একটা পরিবারের যতটা জলের প্রয়োজন তাও পাচ্ছেনা অবিলম্বে এই সকল সমস্যা দূর করতে হবে,নাহলে আমরা আর অতীব্রতর আন্দোলন করবো আজকের এই প্রকাশ্য সম্মেলন থেকে দাবী জানাই।

Tag :

Please Share This Post in Your Social Media

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫ তম প্রকাশ্য সম্মেলন

Update Time : ১০:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫ তম প্রকাশ্য সম্মেলন

সমরেশ রায় ও শম্পা দাস,স্টাফ রিপোর্টার, কলকাতা পশ্চিমবঙ্গ:-আজ ২৬ শে মার্চ বুধবার, ঠিক দুপুর একটায়,কলকাতা কর্পোরেশনের মেন বিল্ডিং এর পাশে,দুলাল ঘোষ স্মৃতি মঞ্চে,কে এম সি মজদূর পঞ্চায়েত আই এন টি ইউ সির উদ্যোগে,৬৫ তম প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন পৌরসভার কর্মীরা উপস্থিত হন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং দুলাল ঘোষের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের সম্মেলন শুরু হয়।দুলাল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে সকলে উঠে দাঁড়িয়ে এই সম্মান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় শুভঙ্কর সরকার সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি,মুখ্য অতিথি প্রদীপ ভট্টাচার্য সভাপতি kmc,এম পি প্রাক্তন রাজ্যসভা,প্রধান বক্তা সন্তোষ পাঠক কার্যকরী সভাপতি kmc,আই এন টি ইউ সি,পৌরপ্রতিনিধি ৪৫ নম্বর ওয়ার্ড। উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি এর কামারুজ্জামান কামার,সাধারণ সম্পাদক কে এম সি,এম পি আই এন টি ইউ সি শঙ্কর রায়, সহ-সভাপতি কে এম সি,আই এন টি ইউ সি শশাঙ্ক মুখার্জী,দীপক রায় চৌধুরী, সঞ্জীব দে,পাপ্পু হেলা,রাজ কমল হেলা,অঞ্জন চৌধুরী। যুগ্ম সম্পাদক kmc,intuc দেবাশীষ ঘোষ ও সুমন দাস। উপস্থিত ছিলেন প্রদীপ প্রসাদ ও সুদীপ্ত রায়চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন,কে এম সির মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর পক্ষ থেকে, কাদের,রহিম,জ্যোতিষ,ভগলু,সুধীন,বিজয়,সুবীর ,হিমাংশু,ভীম,সুন্দর,শওকত,রাজকুমার,অরুনা রায়,দীপক ও অন্যান্যরা।প্রদীপ প্রজ্জলন করলেন মাননীয় কামারুজ্জামান কামার মহাশয়।

আজকের সমাবেশ থেকে বেশ কিছু তথ্য এবং টিএমসি শ্রমিকদের যে সমস্যা ও পাওনা সেগুলি তুলে ধরেন।এমনকি রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার হাওড়ায় গিয়ে পুলিশের বাঁধাই পড়েন সেটিও এই সমাবেশে তুলে ধরেন,তিনি বলেন মানুষের সমস্যা দূর করায় সরকারের কর্তব্য, কিন্তু সেগুলি কোনটি হয় না,আমরা তার প্রতিবাদ করতে গেলে পুলিশের আক্রান্ত হই,কিন্তু এতেও আমাদের আটকানো যাবে না,শুধু তা নয় যারা টিএমসিতে কন্টাকচুয়াল কাজ করছে,তাদের অবিলম্বে স্থায়ী করতে হবে,এমনকি তাদের ন্যায্য দাবিগুলি পূরণ করতে হবে,যারা রোদে জলে ঝড়ে বৃষ্টিতে মানুষের সেবায় কাজ করে চলেছে তারা ঠিকমতো মাইনে পায়না,কি তারা ন্যায্য মাই নাও পায়না,শুধু তাই নয়,মহাদীর কোন সুযোগ সুবিধা নাই,অবিলম্বে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এর সাথে সাথে বলেন যারা পাড়ায় পাড়ায় ব্লিচিং দেন,ওষুধ দেন,তাহাদের মুখে পর্যন্ত মাক্স থাকে না,যারা ড্রিম পরিষ্কার করেন তাদেরও একই অবস্থা, দোতারা জানেন না এই সকল বিষ ক্রিয়ায় কতটা ক্ষতি হচ্ছে,মঞ্চ থেকে বারবার মেয়রের নাম উল্লেখ করেন,যিনি শুধু নিজের এরিয়ার কথা ভাবেন এই সকল মানুষের কথা ভাবেন না,যাদের মাইনেটুকু পর্যন্ত সময় দেয় না,তিনি কিসের দায়িত্ব পালন করছেন,সমস্ত কাজকে তো কন্টাকচুয়ালের হাতে তুলে দিয়েছে, কিন্তু তাহারা দিন-রাত পরিশ্রম করলেও তাদের ন্যায্য পাওনা পান না।শুধু তাই নয় বিভিন্ন এলাকায় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে,কানে ঠিক মতো কাজও হচ্ছে না,দেওয়াল খসে পড়ছে,একটা পরিবারের যতটা জলের প্রয়োজন তাও পাচ্ছেনা অবিলম্বে এই সকল সমস্যা দূর করতে হবে,নাহলে আমরা আর অতীব্রতর আন্দোলন করবো আজকের এই প্রকাশ্য সম্মেলন থেকে দাবী জানাই।