কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ১ টি ইটভাটাকে বন্ধ ঘোষণা
- Update Time : ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১৪৬ Time View

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ১ টি ইটভাটাকে বন্ধ ঘোষণা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-কুড়িগ্রামের ফুলবাড়ীর নওদাবস বড়ভিটায় অবস্থিত একটি অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।
বৃহঃপতিবার(১৬ জানুয়ারি)বিকেলে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ফুলবাড়িতে অবস্থিত ১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে মেসার্স আলতাফ ব্রিকস(এম এ বি)নামক ইটভাটার কাচা ইট নষ্টসহ ভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন, ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনুমা তারান্নুম।এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




















